Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, পুতিনের আমন্ত্রণ অনিশ্চিত

ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, পুতিনের আমন্ত্রণ অনিশ্চিত

ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, পুতিনের আমন্ত্রণ অনিশ্চিত

ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনো কোনো দাওয়াত পাঠানো হয়নি। সিবিএস নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই চীনের প্রেসিডেন্টের উদ্দেশ্যে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তবে বেইজিং থেকে এখনো নিশ্চিত করা হয়নি যে শি জিনপিং এই আমন্ত্রণ গ্রহণ করবেন কি না।

হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি শি জিনপিংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তাদের সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। শপথ গ্রহণের আগে এমন উদ্যোগকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সম্ভাব্য নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

যদিও চীন এখনও আমন্ত্রণ গ্রহণ নিয়ে নিশ্চুপ, তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বেইজিংকে সতর্ক করে তুলেছে। নতুন প্রশাসনে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ব্যক্তিরা। এর মধ্যে উল্লেখযোগ্য নাম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া মার্কো রুবিও।

ট্রাম্পের প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতির জন্য ‘ধ্বংসাত্মক’ হতে পারে বলে মন্তব্য করেছে চীনের সংবাদমাধ্যমগুলো। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক বার্তা বহন করতে পারে।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কেন দাওয়াত দেওয়া হয়নি, সে বিষয়ে হোয়াইট হাউস বা ক্রেমলিন কোনো পক্ষই স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। ক্রেমলিনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, এখনো পুতিন আমন্ত্রণ পাননি। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে।

বিশ্ব কূটনীতিতে মার্কিন-চীন সম্পর্ক নতুন মোড় নিতে পারে এমন ইঙ্গিত থাকলেও রাশিয়াকে দূরে রাখার কৌশল ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert